দক্ষিণ সুরমায় ফের ডাকাতি : ১০ লাখ টাকার মালামাল লুট
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৯:১০:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : তিনদিনের ব্যবধানে ফের দক্ষিণ সুরমা উপজেলায় ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত ৩টায় উপজেলার সিলাম ইউনিয়নের সিলাম টিকরপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় বাড়ির লোকজনকে জিম্মি করে ডাকাতরা স্বর্ণালঙ্কার, মোবাইল, মোটরসাইকেলসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এরআগে গত সোমবার ভোররাতে উপজেলার গোপশহরে একটি বাড়িতে মুখোশ পরা একদল ডাকাত হানা দেয়। এসময় গৃহকর্তাসহ পরিবারের সদস্যরা বাধা দিলে ডাকাতদের হামলায় নারীসহ পাঁচজন আহত হন।
এ দিকে তিনদিনের ব্যবধানে দুটি ডাকাতির ঘটনায় উপজেলাজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ডাকাত দলের আতঙ্ক এখন সর্বত্র। তবে পুলিশ এ পর্যন্ত কাউকে আটক বা লুট হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি। এতে ভুক্তভোগীরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
পুলিশ জানায়, বুধবার রাত ৩টায় উপজেলার সিলাম টিকরপাড়া গ্রামের ইস্তেশামুল গণি তাজেলের বাড়িতে মুখোশ পরা ৯/১০ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতের গ্রিলের তালা কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা ঘুমন্ত লোকজনকে লোহার রড, রামদা, ছুরি ও ডেগার দিয়ে ডাকাতেরা আঘাত করে। এতে গৃহকর্তা তাজেল গুরুতর আহত হন। পরে পরিবারের সকলকে জিম্মি করে রশি দিয়ে বেঁধে একটি রুমে আটকে রাখে। এ সময় ডাকাত দল ৪/৫ ভরি স্বর্ণালঙ্কার, সিসি টিভির ডিভিডি রেকর্ডার, ৩টি মোবাইল, ১টি মোটরসাইকেল ও নগদ ৩ লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে এসএমপির অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এরআগে সোমবার ভোররাত ৪টার দিকে দক্ষিণ সুরমার গোপশহর এলাকার মাওলানা ইউসুফ আলীর বাড়িতে মুখোশ পরা একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা ইউসুফ, তার মা ও স্ত্রী, দুই ভাইকে বেধড়ক মারধর করে। আহত ইউসুফ আলী ও তার দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন।
দুটি ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির মোগলাবাজার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাইন উদ্দিন বলেন, দুর্বৃত্তদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তা গ্রহণ করা হবে।