সিলেটে হত্যা মামলায়‘জজ মিয়ার’ যাবজ্জীবন
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৯:১২:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ১৭ বছর পর হত্যা মামলায় জজ মিয়া (৪২) নামে এক আসামীর যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। একই সাথে তাকে আরো ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রমে কারাদÐের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো: শাহাদৎ হোসেন প্রামাাণিক এ রায় ঘোষণা করেন।
দÐপ্রাপ্ত জজ মিয়া হবিগঞ্জের বানিয়াচং থানার আগোয়া মাইজের হাঁটি গ্রামের মৃত রহমত আলীর ছেলে। তিনি সিলেটের বিয়ানীবাজার পৌরসভার কসবা ত্রিমুখীর আমির মিয়ার কলোনির বাসিন্দা ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো: আহমদ আলী।
মামলায় রাষ্ট্রপক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: ফখরুল ইসলাম ও আসামীপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন আমিনুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, সিলেটের বিয়ানীবাজারে থেকে ফেরি করে কাপড়ের ব্যবসা করতেন আব্দুল আউয়াল। ২০০৬ সালের ২৪ ফেব্রæয়ারি বিয়ানীবাজার পৌরসভার কসবা গ্রামে কাপড় বিক্রি করতে যান। সেখানে বাকিতে কাপড় না দেওয়ায় ওই গ্রামের বাসিন্দা জজ মিয়া ধারালো চাকু দিয়ে আব্দুল আউয়ালকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন ঘাতক জজ মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মজনু মিয়া বাদী হয়ে জজ মিয়াকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা (নং-২৫(২)’০৬) দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম খান জজ মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর একই বছরের ১৭ অক্টোবর আদালত মামলার বিচারকার্য শুরু করেন। দীর্ঘ শুনানি ও ২৭ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত আসামী জজ মিয়াকে ১৮৬০ সালের পেনাল কোড এর ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদÐ ও ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রমে কারাদÐ দেন।