অনিবার্য পতন ঠেকাতে সরকার জামায়াতের উপর নির্যাতন অব্যাহত রেখেছে : অধ্যাপক আব্দুল হান্নান
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৯:১০:২৩ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণের উদ্যোগে মাসিক জেলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সংগঠনের শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হান্নান।
সভাপতির বক্তব্যে আব্দুল হান্নান বলেন, বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামীলীগ সরকার দেশের ১৮ কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অনিবার্য পতন ঠেকাতে ক্ষমতাসীন সরকার জামায়াতে ইসলামীর উপর নির্যাতনের খড়গ অব্যাহত রেখেছে। অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে জাতিকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়ে তিনি বলেন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে মুক্তি দিতে হবে।
জেলা বৈঠকে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, জেলা সেক্রেটারী নজরুল ইসলাম, জেলা এসি: সেক্রেটারী মাওলানা ফারুক আহমদ, সাইফুল্লাহ আল হোসাইন, হাফিজ নজমুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি