জৈন্তাপুরে গরু-চিনিসহ ৪ চোরাকারবারি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৯:১৪:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারতীয় গরু, মহিষ, চিনিসহ ৪ চোরকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরতে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে পুলিশ আদালতে প্রেরণ।
সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান- গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ভারতীয় ১৫টি মহিষসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। তারা হলেন- উপজেলার খারুবিল গ্রামের মৃত ফজর আলির ছেলে ইব্রাহিম মিয়া (২২) ও একই গ্রামের শাহলম মিয়ার ছেলে মো: ইয়াসিন আহমেদ (২৩)।
ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গৌরিশঙ্কর যশপুর এলাকা থেকে ভারতীয় ১৮টি গরুসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। তারা হলো- জৈন্তাপুরের গৌরীশঙ্কর গ্রামের সরাফত আলির ছেলে সোহেল আহমেদ (৩৫) ও ঘিলাতৈল গ্রামের সিরাজ আহমেদের ছেলে মো. এখলাস আহমেদ (২২)।
এছাড়া ভোর সাড়ে ৫টার দিকে সময় জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের অন্তর্গত যশপুর গ্রামের রাশিদ মিয়ার ঘর থেকে ৩৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।