শিক্ষাবিদ শওকত আলীর পত্নীবিয়োগ
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৫:৫৪:৪২ অপরাহ্ন
নগরীর পশ্চিম সুবিদবাজার লাভলী রোডের (নির্ঝর-২১) বাসিন্দা, প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউটের সাবেক সুপারিনটেনডেন্ট মো. শওকত আলীর সহধর্মিনী ও লন্ডনের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ আবৃত্তিশিল্পী মুনিরা পারভীনের মাতা শাহানা সুলতানা আর নেই। গত বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর। তিনি স্বামী, ২ মেয়ে ও ১ ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (রহ.) দরগা মসহিদে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে সিলেটের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি