কেমুসাস পাঠাগারে নাজমা বশরের বই দান
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৬:০৫:৪৫ অপরাহ্ন
সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মরহুম আবুল বশর এর পরিবারের পক্ষে বেগম নাজমা আরা বশর ঐতিহ্যবাহী সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ পাঠাগারে ৩৩৩ কপি পুরাতন দুর্লভ বই ও ম্যাগাজিন দান করেছেন।
দানকৃত বই ও ম্যাগাজিনের মধ্যে রয়েছে স্মৃতির ভুবনে বসবাস ও অন্যান্য- ১১৩ কপি, মাসিক নিশানা- ৩৭ কপি, স্মৃতিময় মুরারীচাঁদ কলেজ ৫০ কপি, বই ১৩০ কপি, শ্রীহট্টের লোকসঙ্গীত ১ কপি, কাফেলা ১৩৯০- ১ কপি ও নওবেলাল স্বাধীনতা সংখ্যা ১টি সর্বমোট ৩৩৩ কপি।অধ্যক্ষ প্রফেসর মরহুম আবুল বশর স্ত্রী বেগম নাজমা আরা বশর সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ পাঠাগারের জন্য পুরাতন দুর্লভ বই ও ম্যাগাজিন দান করায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মুমিন আহমদ মবনু স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন এবং বেগম নাজমা আরা বশর এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিজ্ঞপ্তি