দক্ষিণ জেলা জামায়াতের মিছিল সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৬:৩৪:৪৭ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম বলেছেন, সরকার পতনের পদধ্বনি চারদিকে অণুরিত হচ্ছে। আসন্ন পতন ঠেকাতে বেসামাল সরকার নতুন করে জামায়াত-শিবির এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার এবং মিথ্যা মামলা দায়ের করছে। তিনি মিথ্যা মামলা পরিহার এবং অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, উলামায়ে কেরামসহ অন্যায়ভাবে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন এবং অবিলম্বে পদত্যাগ করে গণদাবী কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
কেন্দ্র ঘোষিত জেলা সদরে বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সিলেট নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যেগে আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে তিনি একথাগুলো বলেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ফারুক আহমদ, শ্রমিক কল্যাণের জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, জেলা শূরা সদস্য সাব্বির আহমদ ও রেহান আহমদ হারিছ, জামায়াতনেতা মুজিবুর রহমান, এডভোকেট নজমুল ইসলাম, বদরুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি