হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন শনিবার
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৬:৫৯:৪১ অপরাহ্ন
২০১৮ সালের সরকারী দলের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতির সমূহ বাস্তবায়নে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আজ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা কমিটি গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করবে।
আজ শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচিতে সকলের উপস্থিতি ও সংহতি প্রকাশের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য এবং সাধারণ সম্পাদক কৃপেশ পাল। বিজ্ঞপ্তি