কার্বন নিঃসরণ শূন্যে নামাতে প্রতি বছর প্রয়োজন ২ লাখ ৭০ হাজার ডলার
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৭:১৮:২৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে (নেট জিরো কার্বন এমিশন) আগামী ২৭ বছরের প্রত্যেক বছর বিনিয়োগ করতে হবে ২ লাখ ৭০ হাজার ডলার। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা ও কনসালটেন্সি প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জি বৃহস্পতিবার তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে এই তথ্য। যদি বিশ্বের ধনী দেশগুলো কার্বন নিঃসরণ হ্রাস করতে প্রয়োজনীয় বিনিয়োগ না করে, তাহলে আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বের গড় তাপমাত্রা অন্তত ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। গড় তাপমাত্রা এই পরিমাণ বৃদ্ধি পেলে রীতিমতো বিশৃঙ্খলা শুরু হবে বৈশ্বিক জলবায়ুতে। বিভিন্ন দেশে ঘন ঘন দেখা দেবে টানা দীর্ঘ তাপপ্রবাহ, খরা, ঘূর্ণিঝড়, অতিবর্ষণ-বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ।
এছাড়া বিশ্বের গড় তাপমাত্রা বেড়ে গেলে দুই মেরু অঞ্চলের তাপমাত্রাও বাড়বে। ফলে লাখ লাখ বছর ধরে উত্তর ও দক্ষিণ মেরুতে জমাট বেঁধে থাকা বিপুল বরফ গলতে শুরু করবে। এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে এবং বিশ্বের নিচু অঞ্চলে থাকা বিভিন্ন দেশ ও জনবসতি সাগরের পানিতে তলিয়ে যাবে।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রধান কারণ দিন দিন কয়লা, জ্বালানি তেলের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার অতিমাত্রায় বৃদ্ধি। এসব জ্বালানি পোড়ার ফলে সৃষ্ট ধোঁয়া বাতাসে কার্বন ডাই অক্সাইডসহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি বৃদ্ধি করে। দিনের পর দিন ধরে যদি বাতাসে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি বাড়তে থাকে, তাহলে প্রতিদিন সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে, তা প্রতিফলনের মাধ্যমে মহাবিশ্বে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা এক সময় কমে যাবে পৃথিবীর। ফলে বাড়তে থাকবে বিশ্বের গড় তাপমাত্রা।
ঊনবিংশ শতকের মাঝামাঝি থেকে পৃথিবী যন্ত্র সভ্যতা বা শিল্পযুগে প্রবেশ করে। বিভিন্ন প্রান্তে গড়ে উঠতে থাকে বড় বড় শহর, শিল্প কারখানা, মোটরযান। জলবায়ুবিদদের মতে, যন্ত্র সভ্যতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ১৭০ বছরে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছি ১ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি।
‘নেট জিরো এমিশন’ বলতে বোঝানো হয় বিশ্বের প্রতিদিনের কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসা। যদি এই ব্যাপারটি ঘটে, সেক্ষেত্রে বিশ্বের বনাঞ্চলও ও সাগর-মহাসাগরগুলোর জন্য বাতাস থকে কার্বন শুষে নেওয়া অনেক সহজ হবে।
আগামী ২০৫০ সালের মধ্যে বায়ুম-লে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং গড় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রির বেশি বাড়তে না দিতে কয়েক বছর আগে চুক্তি করেছে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো। কিন্তু তারপর এ বিষয়ে তেমন কোনো দৃশ্যমান গুরুত্বপূর্ণ কোনো বৈশ্বিক পদক্ষেপ আর দেখা যায়নি।