সদর উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪৩:৫৪ অপরাহ্ন
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ কারাবন্দি সকল নেতৃবৃন্দ ও আলেম ওলামার মুক্তির দাবীতে মিছিল সমাবেশ করেছে সিলেট সদর উপজেলা জামায়াত।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে শুক্রবার সকালে স্থানীয় টুকেরবাজারে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি টুকেরবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সিএনজি ষ্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী আল ইমরানের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আমিনুর রহমান, কান্দিগাও ইউনিয়ন আমীর আব্দুস সামাদ, মোগলগাও ইউনিয়ন আমীর মাওলানা আলাউদ্দিন, হাটখোলা ইউনিয়ন আমীর হেলাল উদ্দিন, জালালাবাদ ইউনিয়ন আমীর মাওলানা ইসকান্দার আলী, ছাত্রশিবির নেতা সুলতান মাহমুদ, হাফিজ লাহিন আহমদ, মুহিবুর রহমান, জামায়াত নেতা মখলিছুর রহমান ইমরান, মাহফুজ আহমদ, সমর আলী, শামীম আহমদ, ফয়জুল ইসলাম, মাওলানা জোবায়ের আহমদ, শ্রমিক নেতা সিদ্দিকুর রহমান আজাদ, দেলোয়ার হোসেন ও জাকির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি