ফুলকুঁড়ির প্রতিষ্ঠাবার্ষিকী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আম্বরখানা অঞ্চল
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫২:১৩ অপরাহ্ন
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার প্রাক্তন এবং বর্তমান সংগঠকদের নিয়ে আন্তঃঅঞ্চল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে সিলেট মহানগরী শাখা।
কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য ও সিলেট মহানগরী পরিচালক আহমদ তালহা’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আন্তঃঅঞ্চল ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসর সিলেট মহানগরীর উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি, দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর। বিশেষ অতিথি ছিলেন শাখার প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক সানাউল ইসলাম সুয়েজ, শাখার প্রাক্তন খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক, পাইওনিয়ার হাসপাতালের চেয়ারম্যান, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফজলুল হক সোহেল, সিলেট মহানগরী শাখার প্রাক্তন পরিচালক, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর ডেপুটি হেড অফ এডমিনিস্ট্রেশন (এডমিন) আজহার উদ্দিন খান, কেন্দ্রীয় আসরের প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম এবং প্রাক্তন কেন্দ্রীয় সহকারী সাহিত্য সম্পাদক আবিদ সালমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শাখার প্রাক্তন সিএসডি সম্পাদক রুমেল আহমেদ, শাখার প্রাক্তন অফিস সম্পাদক হাবিবুর রহমান সেলিম, শাখার প্রাক্তন অর্থ সম্পাদক নাঈম শেহজাদ, শাখা সহকারী পরিচালক রাজু আহমেদ, শাখা সমাজসেবা সম্পাদক নুরুল আলম শাকিল, শাখা ফুলমেলা সম্পাদক শাহেদ সাইফুল্লাহ, শাখা অর্থ সম্পাদক আলি ফারহান আহমদ, শাখা সাহিত্য সম্পাদক মাহবুব রহমান প্রমুখ।ফাইনাল খেলায় আম্বরখানা অঞ্চল ১-০ গোলে সুবিদবাজার অঞ্চলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজ্ঞপ্তি