সিলেটে একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন মমতা
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪৪:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন মমতা দেবি নামে এক নারী। শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে ৪ নবজাতক ভূমিষ্ঠ হয়। নবজাতকদের মধ্যে দুইজন ছেলে ও দুইজন মেয়ে।
মমতা দেবি (২৭) সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর গ্রামের সত্তরঞ্জন দেব নাথের স্ত্রী। এই দম্পত্তির পাঁচ বছরের আরো এক মেয়ে সন্তান রয়েছে।
জানা যায়, ৭ মাসের গর্ভবতী মমতা বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সিজারের মাধ্যমে ৪ নবজাতক ভূমিষ্ঠ করা হয়। মা ও চার নবজাতক সুস্থ রয়েছেন। হাসপাতালের ইনকিউবিটরে রেখে তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।