দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্টে অটো চালকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪৯:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত তরুণের নাম মো: জাহির মিয়া (২১)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের নাজিরবাজারের আবদিতপুর গ্রামের মৃত সোনাফর মিয়ার ছেলে। জাহির পেশায় সিএনজি অটোরিকশা চালক।
জানা গেছে, জাহির মিয়া নাজিরবাজার থেকে অটোরিকশা আনতে ঈদগাহ বাজার এলাকার হারিছ মিয়ার কলোনির গ্যারেজে যান। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি গ্যারেজ থেকে গাড়ি বের করছিলেন। এ সময় গ্যারেজ মালিক জাহিরকে বলেন গ্যারেজের ফটকের উপরে উঠান। ওই ফটকের উপর দিয়ে হাই বোল্ডেজ বিদ্যুৎ লাইন টানা ছিলো। ফটকের উপর উঠামাত্র জাহির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাহিরকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই শাহিন মিয়া।