কৃত্রিম স্যালাইন সংকট, নগরে ২ ফার্মেসীকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫৪:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বাজারে নরমাল স্যালাইনের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। ফার্মেসিগুলোয় স্যালাইন না পেয়ে ফিরে আসছে ক্রেতারা। এ নিয়ে বৃহস্পতিবার দৈনিক জালালাবাদে ‘স্যালাইন সংকটের প্রভাব সিলেটও, কয়েকগুণ টাকায়ও মিলছেনা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসেন সংশ্লিষ্টরা।
কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাবকে সাথে নিয়ে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই মধ্যে বেশ কয়েকটি ফার্মেসীতে অভিযান চালিয়ে জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার নগরের চৌহাট্টা সেন্ট্রাল ফার্মেসিকে ১৫ হাজার টাকা ও স্কয়ার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরটির সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
এই কর্মকর্তা বলেন, ডেঙ্গুর প্রভাবে রোগীর শরীরের দুর্বলতা কাটাতে নরমাল স্যালাইন ব্যবহার করা হয়। সেই সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি করে ক্রেতাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর বিক্রি করলেও বেশি দামে বিক্রি করা হচ্ছে। কয়েকটি ফার্মেসি স্যালাইন নাই বললেও তল্লাশি চালিয়ে স্যালাইন পাওয়া যায়। এর মধ্যে দুইটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ফার্মেসিগুলোকে সতর্ক করা পাশাপাশি বলা হয়েছে- ‘এখানে নরমাল স্যালাইন পাওয়া যায়’ এটি লিখে সাইনবোর্ড ঝুলিয়ে রাখতে।