আদিলুর-নাসিরউদ্দিনের কারাদণ্ডে ফ্রান্স-জার্মানির উদ্বেগ
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ৭:৩৫:৩৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও প্রতিষ্ঠানটির পরিচালক এএসএম নাসিরউদ্দিন এলানের দুই বছরের কারাদণ্ডের বিষয়ে উদ্বেগ জানিয়েছে ফ্রান্স ও জার্মানি। শনিবার ঢাকাস্থ জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জা জানোভস্কি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ (সাবেক টুইটার) দুই দেশের বিবৃতিটি পোস্ট করেন।
বিবৃতির শুরুতে বলা হয়, ফ্রান্স ও জার্মানি বাংলাদেশে আইনের শাসনের পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। তারা সারা বিশ্বের মতো বাংলাদেশেও মানবাধিকারকর্মীদের সমর্থন জুগিয়ে যাবে।
এতে আরো বলা হয়, আদিলুর রহমান খান এবং এএসএম নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে আদালত যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আমরা দুঃখ প্রকাশ করছি। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের প্রতি আমাদের উদ্বেগ প্রকাশ করছি এবং এ বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাব।
২০১৭ সালে মানবাধিকার ও আইনের শাসনের পক্ষে কাজ করায় ফ্রান্স ও জার্মানির দেওয়া পুরস্কার আদিলুর পেয়েছিলেন বলে স্মরণ করে বিবৃতিতে বলা হয়, প্রতিটি জাতির সমৃদ্ধির জন্য একটি সরব নাগরিক সমাজ অপরিহার্য।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় আদিলুর রহমান খান ও নাসির উদ্দিনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা হয়েছিল।