শাস্ত্রীয় সঙ্গীতগুরু ইমন আর নেই
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪৩:৫৮ অপরাহ্ন
সিলেটের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতগুরু শাহরিয়ার হোসাইন ইমন (কৃষ্ণপদ বিশ্বাস) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দুপুর ১টা ২০ মিনিটে নগরীর সুবিদবাজারের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। আজ বাদ শনিবার এশা সিলেটের দরগাহ হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
বেশ কিছু দিন থেকে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে সুস্থ অনুভব করলে বুধবার বাসায় নেওয়া হয়।গুরু কৃষ্ণপদ বিশ্বাস ছিলেন সিলেট ক্যাডেট কলেজের সঙ্গীত বিভাগীয় প্রধান ও খেয়াল সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা। ১৯৭৫ সালের ১ জানুয়ারি সিলেটে তার জন্ম। তিনি পণ্ডিত রামকানাই দাশ ও উস্তাদ ফুল মোহাম্মদের কাছ থেকে সঙ্গীতের তালিম নেন। পরবর্তী সময়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এক দশকেরও বেশি সময় ধরে তিনি সিলেট ক্যাডেট কলেজের সঙ্গীত বিভাগের প্রধান ছিলেন। এছাড়া সিলেট নজরুল একাডেমির সঙ্গীত বিভাগের প্রধান ছিলেন টানা দশ বছর, সিলেট জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত বিভাগের খণ্ড কালীন শিক্ষক ছিলেন। ২০০৬ সালে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন খেয়াল সঙ্গীত একাডেমি। সেখানে তিন শাখায় শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ প্রদান করা হয়। সিলেটের সারদা হলসহ মৌলভীবাজার ও ভাদেশ্বরে প্রতি সপ্তাহে অসংখ্য প্রশিক্ষনার্থীদের তিনি প্রশিক্ষণ দেন।
শোক : সিলেটের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতগুরু কৃষ্ণপদ বিশ্বাসের (শাহরিয়ার হোসাইন ইমন) মৃত্যুতে কেমুসাসের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু। এক শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, কৃষ্ণপদ বিশ্বাসের মৃত্যুতে সিলেট শাস্ত্রীয় সঙ্গীত অঙ্গনের অপূরণীয় ক্ষতি হল।