সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভা
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫৩:৩২ অপরাহ্ন
ভেজাল খাদ্য ও ওষুধ বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি
সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর সভায় মানহীন, ভেজাল ওষুধ ও চিকিৎসা সামগ্রীতে বাজার সয়লাব হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়- একদিকে জনস্বাস্থ্য হুমকীর সম্মুখীন, অন্যদিকে জনসাধারণ সুচিকিৎসা থেকে বঞ্চিত ও প্রতারিত হচ্ছেন। এই অবস্থায় খাদ্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর ভেজাল নিয়ন্ত্রণে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।
গতকাল ১৬ সেপ্টেম্বর শনিবার বিকালে নগরীর সুরমা ম্যানশনের ৩য় তলাস্থ সংগঠনের কার্যালয়ে সিলেট বিভাগ গণদাবী ফোরামের এক সভায় উপরোক্ত দাবি জানানো হয়।সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডাভোকেট, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমী, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, শওকত আলী প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, একনেক এর সভায় একের পর এক প্রকল্প অনুমোদন করা হলেও সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি সিলেট-আখাউড়া রেললাইনকে ব্রডগেজ ডাবল লাইনে রূপান্তর ও এই লাইনের ব্রিজ-কালর্ভাট, স্টেশন সমূহ উন্নায়ন ও সম্প্রসারণ প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে কোন কার্যক্রর উদ্যোগ গ্রহণ না করায় উদ্বেগ প্রকাশ করা হয়। সিলেটবাসীর দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে সিলেট-আখাউড়া রেললাইনকে ব্রডগেজ ডাবল লাইনে রূপান্তর প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানানো হয়।আমলাতান্ত্রিক জলিটলতায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ ও অবকাঠামো গত উন্নয়ন কার্যক্রম অহেতুক বিলম্ব হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণ কার্যক্রম শুরু করার দাবি জানানো হয়।
অবিলম্বে সিলেট ও মৌলভীবাজার জেলায় ২০২১-২২ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত সকল রাস্তা ও ব্রিজ কালভার্ট মেরামত ও সংস্কার ও পুননির্মাণের জোর দাবি জানানো হয়। পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থানায় মহানগরীর খাল-নালায় জলজদ্ধতা ও ময়লার স্তপ জমাটবদ্ধ থাকায় পরিবেশ বিপর্যয় ঘটে, জনস্বাস্থ্য হুমকীর সম্মুখীন হয়। পরিবেশ বিপর্যয় রোধকল্পে সিলেট মহানগরীর সকল খাল নালা পরিষ্কার ও জীবষ্কু নাশক ছিটানোর দাবি জানানো হয়।
সিলেট বিভাগের সাথে ভারতের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য পরিচালনার সুবিধার্থে সিলেট বিভাগের সকল স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের অবকাঠামোগত উন্নয়ন ও সম্প্রসারণে দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি