আরিফুল হক চৌধুরীসহ ৪ বিএনপি নেতাকে আলী আহমদের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ৯:১২:৫৮ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের নব মনোনীত উপদেষ্টা কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ। একই সাথে বৃহত্তর সিলেটের কৃতি সন্তান নব মনোনীত চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহিদুর রহমান ও এম এ মালিক, নব মনোনীত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদকেও অভিনন্দন জানান তিনি। নব মনোনীত নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বেগবান করবেন বলে আমার প্রত্যাশা।
এক বিবৃতিতে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত সাবেক জেলার নির্বাচিত সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, সিলেটের জননন্দিত মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয়তাবাদী আদর্শের জন্য সংগ্রাম করে আসছেন। সিলেট বিএনপিকে শক্তিশালী ও সুসংগহত করতে তিনি অগ্রনী ভুমিকা পালন করেছেন। দলের এই ক্রান্তিলগ্নে তাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হওয়ায় দল উপকৃত হবে বলে আমার বিশ^াস। একই সাথে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান ও যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সফল সভাপতি এম এ মালিককে উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করায় দেশের পাশাপাশি বর্হিবিশে^ চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আরো জোরদার হবে বলে আমি প্রত্যাশা করছি। বিজ্ঞপ্তি