কুলাউড়ায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ৯:৩১:২৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের এক অভিজাত রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাম গোপাল ফার্মেসির সত্ত্বাধিকারী সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
প্রধান আলোচক ছিলেন মৌলভীবাজার জেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টসের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির পরিচালক ইমদাদুল হক মছনু।আবিদ ফার্মেসির সত্ত্বাধিকারী মো. শেলুর রহমানের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন মো. আতিকুর রহমান আনু, জসিম উদ্দিন, মো. সাহেদ প্রমুখ।পরে উপজেলার সকল ফার্মেসি মালিকদের নিয়ে আগামী দুইবছরের জন্য কুলাউড়া উপজেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন উপজেলা চেয়ারম্যান ও মিতালী ফার্মেসির সত্ত্বাধিকারী একেএম সফি আহমদ সলমান, সিনিয়র সহসভাপতি রাম গোপাল ফার্মেসির সত্ত্বাধিকারী সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল এবং সহসভাপতি আবিদ ফার্মেসির সত্ত্বাধিকারী মো. শেলুর রহমান।
সমিতির পরিচালকরা হলেন- জনতা ফার্মেসির সত্ত্বাধিকারী মো. দরছ মিয়া, কনক ফার্মেসির সত্ত্বাধিকারী মো. আতিকুর রহমান আনু, আদর্শ ফার্মেসির সত্ত্বাধিকারী মো. জাকির হোসেন, দি হেলথ কেয়ার ফার্মেসির সত্ত্বাধিকারী মো. বদরুজ্জামান সজল দি সুরমা ফার্মেসির সত্ত্বাধিকারী নির্মাল্য মিত্র সুমন, শামীম ফার্মেসির সত্ত্বাধিকারী মো. মোশাররফ হোসেন শামীম, ইউনিক ফার্মেসির সত্ত্বাধিকারী মো. বাদশা মিয়া, হেলাল ফার্মেসির সত্ত্বাধিকারী মো. জসিম উদ্দিন, সাইব ফার্মেসির সত্ত্বাধিকারী মো. সিদ্দিকুর রহমান, রহমানীয়া ফার্মেসির সত্ত্বাধিকারী মো. আতাউর রহমান, মানব কল্যাণ ফার্মেসির সত্ত্বাধিকারী প্রদীপ মল্লিক, মা ফার্মেসির সত্ত্বাধিকারী খালেদ পারভেজ বখস, দি সেন্ট্রাল ফার্মেসির সত্ত্বাধিকারী শ্রী পদ বর্ধন ও সৈয়দ ফার্মেসির সত্ত্বাধিকারী সৈয়দ ইমরান আলী।