রাধেশ্যাম রায় চন্দন তার কর্মের মাধ্যমে হাজার বছর বেঁচে থাকবেন : শোকসভায় বক্তারা
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ৫:৩৬:৪৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: রাধেশ্যাম রায় চন্দন একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন বহু প্রতিভার অধিকারী। তিনি তার শিক্ষকতা জীবনে অনেক খ্যাতি অর্জন করেছিলেন। শিক্ষকতা ছাড়াও তিনি ক্রীড়া, নাট্য, সাংস্কৃতিক ও সামাজিক কাজে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। এসব কারণে তিনি তার কর্মের মাধ্যমে হাজার বছর বেঁচে থাকবেন আমাদের মাঝে।শনিবার সন্ধ্যায় সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার হলরুমে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রাধেশ্যাম রায় চন্দন স্মরণে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় এসব কথা বলেন বক্তারা।
কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও কেন্দ্রীয় জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীমের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমেদ সলমান, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মনতোষ রায়, সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, টি প্লান্টার মানবেন্দ্র দেব রায় বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গৌরা দে, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. শাহাজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল কাদির, প্রবাসী কমিউনিটি নেতা ড. সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল।
আরও বক্তব্য রাখেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন, সংগঠক রফিকুল ইসলাম টিপু, ক্যামেলিয়া ডানকান হাই স্কুলের প্রধান শিক্ষক নিপেন্দ্র কুমার, কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস শহীদ বাবুল, প্রবাসী তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখস, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সাংবাদিক আজিজুল ইসলাম, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বখস, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, সাংবাদিক নাজমুল বারী সোহেল প্রমুখ।
নাগরিক সভায় রাধেশ্যাম রায় চন্দনের সহযোগী শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষক রাধেশ্যাম রায় চন্দনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।