জুড়ীতে সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ৫:৩৮:৩৪ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জেলা অটো, টেম্পু, বেবী, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর অন্তর্ভুক্ত জুড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে ফয়জুল ইসলাম কালা সভাপতি ও মাজেদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত স্থানীয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একটানা ভোট গ্রহণ করা হয়। ১২০৯ জন ভোটারের মধ্যে ১০৯৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কার্যকরি পরিষদের ১৫টি পদে ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গণনা শেষে রাত ১০ টায় ফলাফল ঘোষণা করা হয়।ঘোষিত ফলাফল অনুযায়ী আনারস প্রতীকে ৪৫৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা সভাপতি ফয়জুল ইসলাম ছোট কালা, সহ-সভাপতি পদে তৈবুর রহমান গরুর গাড়ী প্রতীকে ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, মই প্রতীকে ৩৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাজেদুল ইসলাম, সহ-সম্পাদক পদে আম প্রতীকে সুমন মিয়া ৫৪৫ ভোট ও হরিণ প্রতীকে আজিজুর রহমান আজিজ ৩০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, বাঘ প্রতীকে ৩৭০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এখলাছ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক পদে পানির বোতল প্রতীকে ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেজু কুমার দাস, অর্থ সম্পাদক পদে ফুটবল প্রতীকে সর্বোচ্চ ৫৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম জহির। একতারা প্রতীকে তার প্রাপ্ত ভোট ৫৪০, সিএনজি প্রতীকে সাইদুর রহমান ৪৯৫ ভোট পেয়ে প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন, সেলাই মেশিন প্রতীকে রুমেল আহমদ ৪৬৭ ভোট পেয়ে লাইন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে জাকির হোসেন বন্দুক প্রতীকে ৩৮৯ ভোট, লিটন মোহন পাল ঘুড়ি প্রতীকে ৩৭১ ভোট ও জাকির হোসেন কবুতর প্রতীকে ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।জুড়ী উপজেলা গঠনের দীর্ঘ ১৯ বছর পর এই প্রথম সিএনজি চালকদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা শহর ছিল উৎসবমুখর। শ্রমিকরা স্বতঃপ্রণোদিত ভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রয়োগ করতে দেখা যায়।