ওবায়দুল্লাহ ইসহাকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪৮:৫১ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহি কমিটির সদস্য ওবায়দুল্লাহ ইসহাক ও এম হাফিজুর রশীদ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।রোববার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি ওবায়দুল্লাহ ইসহাক ও হাফিজের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দু’জনের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনায় অকালেই দুটি সম্ভাবনাময় প্রাণ ঝরে গেলো। আমি তাদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। নিশ্চয়ই আল্লাহ তাদের এ শোক কাটিয়ে উঠতে সাহায্য করবেন।আনোয়ারুজ্জামানের শোক: এদিকে, সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ওবায়দুল্লাহ ইসহাক ও এম হাফিজুর রশীদ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।রোববার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি ওবায়দুল্লাহ ইসহাক ও হাফিজের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দু’জনের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।শোকবার্তায় তিনি উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনায় অকালে দুটি সম্ভাবনাময় প্রাণ ঝরে গেলো। আমি তাদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। বিজ্ঞপ্তি