শহরতলীতে ছিনতাইয়ের শিকার যুবক
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ৬:৪২:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মহানগরীর এয়ারপোর্ট এলাকায় এক যুবককে ছিনতাইয়ের শিকার হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে এয়ারপোর্ট থানাধীন জাতীয় উদ্যানের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার নেছার আহমেদ (২৬) সিলেটের এয়ারপোর্ট এলাকার আব্দুল মতিনের ছেলে।
জানা যায়, নেছার আহমেদ এফআইভিডিবির ফিল্ড অফিসার। প্রতিদিনের মতো টাকা কালেকশন করে মহানগরীর পীরের বাজার থেকে এয়ারপোর্ট এলাকায় এসেছিলেন। এ সময় এয়ারপোর্ট এলাকার জাতীয় উদ্যানের সামনে আসলে অজ্ঞাত তিনজন যুবক মোটরসাইকেল যোগে তার রাস্তা আটকিয়ে নগদ ৩০ হাজার টাকা ও একটি অপো মোবাইল নিয়ে যায়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।