বিশ্বনাথে পুকুরের ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ৬:৪৬:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিশ্বনাথ উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রাফসান বিন মিজান (২)। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের আতাপুর পাঠান বাড়ি গ্রামের শাহাব উদ্দিন মিজানের মেজো ছেলে। শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পিতা শাহাব উদ্দিন মিজান জানান, ২ বছর ২ মাস বয়সী ছেলে রাফসান হাঁটতে শিখেছে মাত্র। ঘটনার দিন বিকেলে ঘরেই ছিল সে। হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে দেখা যায় বাড়ির পুকুরে ভাসছে সে। সবার অগোচরে কখন পুকুর ঘাটে পড়ে যায় বলতে পারিনি কেউ। এসময় তাকে দ্রæত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাফসানকে মৃত ঘোষণা করেন।