জগন্নাথপুরে স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলার প্রস্তুতি
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ৭:০৯:৫১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদযাপন উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মেলা সফল ও শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়। মেলাতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের ৮টি ও ১টি পৌরসভা সহ ৮টি ইউনিয়ন পরিষদের ৯টি সহ মোট ১৭টি স্টল বসেছে। সোমবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
এর আগে রোববার মেলার স্টল পরিদর্শন সহ আয়োজনের খোঁজ খবর নেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম। এ সময় জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ঝরনা বেগম, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজমুদ্দিন, ইউপি সচিব অমিত কুমার রায়, আশারকান্দি ইউপি সচিব আবদুল গফুর সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ ও অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।