২২ সেপ্টেম্বর বিভাগীয় সমাবেশ সফলে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪৪:১৫ অপরাহ্ন
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করার লক্ষ্যে ২২ সেপ্টেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩টায় বিভাগীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগীয় সংহতি সমাবেশ সফলের লক্ষ্যে শনিবার সন্ধ্যা ৭টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে বিভিন্ন গণসংগঠন সমূহের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন সিলেট এর যুগ্ম আহবায়ক একে শেরাম এর সভাপতিত্বে ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সিলেট এর সদস্য সচিব আবু জাফর এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি আরিফ মিয়া, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন সিলেট এর যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী, যুগ্ম আহ্বায়ক সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সিলেট জেলা বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায়, গণতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী দলের সম্পাদক ব্রজ গোপাল, জাসদ জেলা সাধারণ সম্পাদক কেএ কিবরিয়া চৌধুরী, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, বাংলাদেশ আদিবাসী ফোরামের নারায়ন কুর্ম্মী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক দেবব্রত রায় দিপন, ডাব্লিউজেএস এর নিপুণ রিছিল, যুবমৈত্রী জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের মহীতোষ দেব মলয়, শ্রমিক কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি মুখলেছুর রহমান, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিশ্বজিৎ শীল, ছাত্র ইউনিয়নের অভ্রভেদী সন্দীপ, যুবমৈত্রীর বিজয় করিম, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী আফজাল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শফিকুল ইসলাম কাজল প্রমূখ। বিজ্ঞপ্তি