আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ৬:০৬:৪৭ অপরাহ্ন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত উপ-মহাপরিচালক হিরা মিয়া বলেছেন, দেশের বিপুল জনগোষ্ঠীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে এ বাহিনীর ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। পাশাপাশি তিনি বাহিনীর সুনাম অক্ষুন্ন রাখতে সদস্য-সদস্যাদের কর্মদক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্বের প্রতি গুরুত্বারোপ করে সুশৃঙ্খলভাবে অর্পিত দায়িত্ব পালনে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি রোববার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলার ‘জেলা সমাবেশ-২০২৩’ এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা’ এই মূলমন্ত্রকে সামনে রেখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী এর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তানিয়া লাইজু খানম এর সঞ্চলনায় প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী বলেন, দেশের উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবং আরো যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এ জন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্য-সদস্যাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে। যাতে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেরা স্বাবলম্বী এবং সুখী সমৃদ্ধ দেশ গড়ায় অবদান রাখতে পারে।
আরো উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেটের সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, সিলেট জেলার সার্কেল এ্যাডজুট্যান্ট এ এস এম এনামুল হক, দল নেতা ইমতিয়াজ রহমান ইনু ও সিলেট জেলার সকল উপজেলা কর্মকর্তাগণ ও কর্মচারীগণ। এছাড়া বিভিন্ন উপজেলা হতে আগত ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, উপজেলা কোম্পানি কমান্ডার, ইউনিয়ন প্লাটুন কমান্ডারসহ বাহিনীর তৃণমূল পর্যায়ের সদস্য-সদস্যাগণ সহ প্রায় ৩০০ জন সদস্য উপস্থিত ছিলেন।
সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ২০ টি বাইসাইকেলসহ মোট ৬০ টি পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুস সালাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন উজ্জল বিশ্বাস। বিজ্ঞপ্তি