শান্তিগঞ্জে নৌকা বাইচ
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫৬:১৩ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: বাহারি সাজের ১২টি নৌকার অংশগ্রহণে শান্তিগঞ্জ উপজেলার পাখিমারা হাওরে দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নারী পুরুষ, কিশোর-কিশোরীসহ প্রায় ১০ হাজার মানুষ সমবেত হন। নেচে-গেয়ে তারা উপভোগ করেন নৌকা বাইচ প্রতিযোগিতা।আবহমান কালের গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য ধরে রাখতে মঙ্গলবার দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব বীরগাওয়ের গ্রামবাসী। ফলে উৎসবের আমেজ বইছিল এ হাওরের চারপাশ। আকর্ষণীয় সাজে লগি-বৈঠাসহ সোনার তরী, বীর পবন ও বীর বাংলা বাহারী নাম উল্লেখ করে সুনামগঞ্জে বিভিন্ন উপজেলা থেকে প্রায় ১২টি নৌকা এ প্রতিযোগীতায় অংশ নেয়।
প্রতিযোগিতায় ১২টি অংশগ্রহণকারী নৌকার মধ্যে ১ম বিজয়ী সোনার তরী নৌকাকে ১০০ সিসি মোটরসাইকেল, ২য় বিজয়ী বীর পবনকে একটি ফ্রিজ ও ৩য় বিজয়ী স্বপ্নের তরীকে একটি রঙিন টিভি দেওয়া হয়েছে।