জগন্নাথপুরে মিনিবাস খাদে পড়ে আহত ২৫
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫৯:৫৫ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শাসনহবি নামক স্থানে।
জানা গেছে, সোমবার ভোরে সিলেটের কুমারপাড়া এলাকা থেকে একটি যাত্রীবাহী মিনিবাস প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিককে নিয়ে জগন্নাথপুর পৌর এলাকার ভবেরবাজার নির্মাণাধীন স্টেডিয়ামে কাজ করতে যাচ্ছিল। এ সময় শাসনহবি নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে কমপক্ষে ২৫ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। জগন্নাথপুর উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ নিজামুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।