জগন্নাথপুরে স্থানীয় সরকার দিবসে সভা
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ৮:২৫:১৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার উপজেলা সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নজমুদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মিন্টু সরকার, শিক্ষক আবদুল হালিম, আশারকান্দি ইউপি সচিব আবদুল গফুর, সাংবাদিক আবদুল হাই, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া প্রমূখ।এ সময় সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) সুশংকর পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, পাইলগাঁও ইউপি সচিব অমিত রায় সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, এই প্রথম বারের মতো সারা দেশের ন্যায় জগন্নাথপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদযাপন উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়। মেলাতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের ৮টি ও ১টি পৌরসভাসহ ৮টি ইউনিয়ন পরিষদের ৯টি সহ মোট ১৭টি স্টল বসেছে। দিন ব্যাপী মেলায় থাকা স্টলগুলো পরিদর্শন করেন সকল শ্রেণি-পেশার মানুষ। এ সময় স্টলের দায়িত্বে থাকা সরকারি কর্মকতা ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে নিজ নিজ দপ্তর ও পরিষদের উন্নয়ন এবং নাগরিকসেবা সংক্রান্ত নানা চিত্র প্রদর্শন করা হয়।