আজিজুল হক মানিক ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী : ভার্চ্যুয়াল স্মরণ সভায় বক্তারা
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫৬:২৮ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক আজিজুল হক মানিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল শনিবার অনুষ্ঠিত হয়।জামেয়ার প্রাক্তন প্রিন্সিপাল আমেরিকা প্রবাসী মজির উদ্দিনের সভাপতিত্বে দেশে-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ভার্চ্যুয়ালি এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থী আমীর খসরুর সঞ্চালনায় স্মরণ সভায় মরহুম আজিজুল হক মানিকের স্মৃতিচারণ করেন সাবেক প্রিন্সিপাল অধ্যাপক আব্দুল হান্নান, সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুস শাকুর, বর্তমান প্রিন্সপাল গোলাম রব্বানী, ভাইস প্রিন্সিপাল (মহিলা শাখা) জাহানারা বেগম, কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, বালিকা শাখা ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী, সিনিয়র শিক্ষক এনামুল হক, আব্দুর রব, মুহাম্মাদ মুহিব আলী, ওমর ফারুক, সাবেক শিক্ষক সিরাজ উদ্দিন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য ছাত্রছাত্রী তাদের প্রিয় শিক্ষকের স্মৃতিচারণে অংশগ্রহণ করেন।
স্মৃতিচারণে বক্তারা বলেন, মরহুম আজিজুল হক মানিক ছিলেন একাধারে একজন জনপ্রিয় এবং আদর্শ শিক্ষক, সাংবাদিক, দুইবারের নির্বাচিত কাউন্সিলর এবং মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি। অত্যন্ত বিনয়ী, হাস্যোজ্জল কোমল হৃদয়ের একজন বহু প্রতিভার অধিকারী মানুষ ছিলেন তিনি। তার শুন্যস্থান কখনো পূরণ হবার নয়। তার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
এছাড়া জামেয়ার ৫০ বছর পূর্তি পালন করার বিশেষ উদ্যোগ নেয়ার গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে জামেয়া পরিবারের সাবেক বর্তমান সকল সদস্যকে একই প্লাটফর্মে নিয়ে আসা এবং এলামনাই এসোসিয়েশন গড়ার লক্ষ্যে কাজ শুরু করার সিদ্ধান্ত হয় এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
পরিশেষে মরহুম মানিকসহ জামেয়ার শিক্ষক ছাত্র যারা ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাতের জন্য এবং সাবেক ভাইস প্রিন্সিপাল আব্দুস শাকুর, প্রতিষ্ঠাাতা প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন মজির উদ্দিন। অনুষ্ঠানে মডারেটর আমীর খসরু সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি।