নগরীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ৯:০৯:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর কালিঘাট ও বন্দরবাজার এলাকার লালবাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা কার্যালয়ের একটি টিম সোমবার বিকাল ৩টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই পরিচালনা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের (মেট্রো) সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে কালিঘাটে দুটি পেয়াজের দোকানে পণ্য ক্রয়ের রশিদ না থাকায় ৪ হাজার করে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান শেষে তিনি দৈনিক জালালাবাদকে বলেন- কালিঘাটের দুটি দোকানে পণ্য ক্রয়ের রশিদ এবং পণ্যের মূল্যতালিকা না থাকায় ৪ হাজার করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কালিঘাট ও লালবাজারের কয়েকটি দোকানে কিছু অসংগতি ধরা পড়েছে। তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভোক্তাদের অধিকার সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।