শ্রমিক নেতা ফয়েজের মৃত্যুতে মহানগর শ্রমিক কল্যাণের শোক
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ৯:২৩:৩৬ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন শাহপরান থানা ঠেলাভ্যান শ্রমিক ইউনিয়ন সিলেট-২৪ এর সহ-সভাপতি মো: ফয়জুল ইসলাম কলন্দ ওরফে কলম (৪৫) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, সহ সভাপতি ফারুকুজজামান খান, সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী, কফিলউদ্দিন আলমগীর, সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম মনোয়ার, প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, অর্থ সম্পাদক নজরুল ইসলাম মারুফ ও অফিস সম্পাদক আব্দুল জলিল বলেন, মো: ফয়জুল ইসলাম কলন্দ ওরফে কলম আমৃত্যু ইসলামী শ্রমনীতি বাস্থবায়নের আন্দোলনে শামিল ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন নৈতিকতাসম্পন্ন শ্রমিক নেতাকে হারালাম। আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি