মহাসড়কে ১৫ দিনে ১২ হাজার মামলা, সিলেটে ৭৭৮
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৪:১৯ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : দেশের বিভিন্ন মহাসড়কে সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে ১১ হাজার ৭৭৮টি মামলা করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) হাইওয়ে পুলিশের এইচআর অ্যান্ড মিডিয়া শাখার অতিরিক্ত ডিআইজি মো. শামসুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মহাসড়কে চলাচলরত যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে হাইওয়ে পুলিশ। ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে হাইওয়ে পুলিশের পাঁচটি রিজিয়নের সদস্যরা ৩ হাজার ৪১টি অযান্ত্রিক থ্রি-হুইলারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে গাজীপুর রিজিয়ন ৮৯৯টি, কুমিল্লা ৭৫৯টি, বগুড়া ৯৯১টি, মাদারীপুর ২৯টি এবং খুলনা রিজিয়ন ৩৬৩টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
তিনি আরও বলেন, এই সময়ে ৬ টি রিজিয়ন ১১ হাজার ৭৭৮টি প্রসিকিউশন করেছে। এর মধ্যে গাজীপুর অঞ্চল ২ হাজার ৭০৮টি, কুমিল্লা অঞ্চল ২ হাজার ৮৭১টি, বগুড়া অঞ্চল ২ হাজার ২৭৪টি, মাদারীপুর অঞ্চল ১ হাজার ৪১৪টি, খুলনা অঞ্চল ১ হাজার ৭৩৩টি এবং সিলেট অঞ্চল ৭৭৮টি প্রসিকিউশন করেছে।