৫ বছর পর সিলেটে টেস্ট ম্যাচ
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ৯:৩০:৩৩ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার : সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট মানেই দর্শক উম্মাদনা, ক্রিকেটের সত্যিকারের আবহ। অথচ সিলেটে নেই নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট। সবধরনের সুযোগ সুবিধায় সমৃদ্ধ ও চোখজোড়ানো প্রকৃতির মাঝে গড়ে মাঠটি প্রায় বছরজুড়েই থাকে খেলাহীন। এবার সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচবে। আগামী নভেম্বরে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।এই টেস্ট সিরিজ দিয়ে পাঁচ বছর পর টেস্ট ম্যাচ পাচ্ছে সিলেটের ভেন্যু। ২০১৮ সালের ৩ নভেম্বর দেশের সপ্তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয় সিলেটের। জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টে বাংলাদেশ দল হেরে যায় ১৫১ রানে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন ঢাকায়। এখন তিন ম্যাচের সিরিজ খেলে বিশ্বকাপে যাবে দু’দল। বিশ্বকাপের পর আছে দুই টেস্টের সিরিজ। সেই তারিখ বেশ আগে জানালেও এবার ভেন্যুও চূড়ান্ত করা হয়েছে।বিশ্বকাপের পর ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি। ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলবে দুদল।সোমবার মিরপুরে টাইটেল স্পন্সর হিসেবে ডাচ বাংলা ব্যাংকের নাম ঘোষণার সময় এই তথ্য জানানো হয়েছে। ২০১৮ সালের পর ঘরের মাঠে অনেক সিরিজ খেললেও সিলেট পায়নি টেস্ট।সিলেটে বিসিবি’র মিডিয়া উইং কর্মকর্তা ফরহাদ কোরেশী দৈনিক জালালাবাদকে টেস্ট ম্যাচের সত্যতা নিশ্চি করেন। তিনি বলেন, টেস্ট ম্যাচ আয়োজনের সার্বিক প্রস্তুতি রয়েছে সিলেটের।এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজের তিন ম্যাচই হবে মিরপুরে। ২১ সেপ্টেম্বর, ২৩ সেপ্টেম্বর ও ২৬ সেপ্টেম্বর হবে দিবারাত্রির ম্যাচগুলো। এই সিরিজ খেলে ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে ভারতে যাবে বাংলাদেশ দল।