শ্রমিকনেতা সাব্বির আহমদকে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ৬:০০:৩২ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরের আওতাধীন কোতোয়ালি থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সাব্বির আহমদের যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার রাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন বাদলের সভাপতিত্বে সহ সাধারণ সম্পাদক মানিক খানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাসেল।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সহ সভাপতি রফিকুল ইসলাম, তুষার আহমদ, ইয়াসিন আহমদ, মাহবুব আহমদ হাওলাদার প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, শুধু বাংলাদেশ নয়, শ্রমিক আন্দোলন গোটা বিশ্বে ছড়িয়ে আছে। আমরা যেখানেই থাকিনা কেন ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মানে আমাদের কর্মতৎপরতা অব্যাহত রাখতে হবে। ভৌগলিক সীমানা আদর্শিক আন্দোলন থেকে সরিয়ে রাখতে পারেনা। বিজ্ঞপ্তি