সেবা দক্ষতার দিক দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে : জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ৬:৩৫:০১ অপরাহ্ন
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মানুষ, তিনি কারো চোখে পানি দেখতে চাননা। এই সরকারের আমলে সরকারি সেবা কর্মসূচির আওতায় একজন শিশু জন্মের পূর্ব থেকেই ৭০টিরও অধিক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সেবাপ্রাপ্ত হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেবা দক্ষতার দিক দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ‘গরীব মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি, এককালীন চিকিৎসা অনুদান ইত্যাদি সামাজিক কল্যাণমূলক কাজে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসাবে জেলা পরিষদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসন সিলেট ও জেলা পরিষদ সিলেট-এর যৌথ উদ্যোগে নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে স্থানীয় সরকার উন্নয়ন মেলা মঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) মতিউর রহমান, সদস্য মোছাদ্দিক আহমদ, মো. নাসির উদ্দিন, ফয়জুল হক ফয়সল, সুভাস দাস, আফতাব আলী কালা মিয়া, সুষমা সুলতানা রুহি প্রমূখ।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফল বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে মানুষের সম্পৃক্ততা বাড়িয়ে দিয়েছে। সকল স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ স্বাগত বক্তব্যে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান জনগণের মধ্যে নাগরিক সেবা বাস্তবায়নের পাশাপশি বর্তমান সরকারের জনমূখী কার্যক্রম বাস্তবায়ন করছে। জেলা পরিষদ সিলেট ২০২২-২৩ অর্থ বছরে ৩৯৩ জনকে ২০ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি, ৪৬০০ জনকে ২৪ লক্ষ টাকার ত্রাণ বিতরণ, ২২১ জনকে ১৫ লক্ষ টাকার আর্থিক অনুদান, ৪৬০ জনকে প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নে ৪৫ লক্ষ টাকা, ৩৬৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১৩ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয় করেছে। বিজ্ঞপ্তি