সাইক্লোনের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ৭:৩৩:৫৯ অপরাহ্ন
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে সিলেটের নানা বয়সের লেখকদের সাহিত্য আসর নগরীর জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে গত সোমবার অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য প্রবাসী লেখক কবি তাবেদার রসুল বকুলকে নিয়ে অনুষ্ঠিত লেখক আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিটিভি-র যুগ্ম বার্তা সম্পাদক ছড়াকার সালাম ফারুক।
সাইক্লোনের ২৫৭তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সভাপতি ছড়াকার এডভোকেট আবদুস সাদেক লিপন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সেলিম আউয়াল। সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় আলোচনায় অংশ নেন স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক কবি ডা. মোহাম্মদ মাশুকুর রহমান, কবি-প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, কবি বাচিকশিল্পী সালেহ খসরু, ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আবদুল বাতিন ফয়সল, ছড়াকার অজিত রায় ভজন, লেখক এডভোকেট আবদুল মালিক, সাংবাদিক বিলকিস আক্তার সুমি, কবি মাসুদা সিদ্দিকা রুহি, কবি ইসমত হানিফা চৌধুরী, কবি ইশরাক জাহান জেলি, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদ, কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শমশাদ, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, শিল্পী বিমান বিহারী বিশ^াস, শিল্পী কুবাদ বখত চৌধুরী, কবি কামাল আহমদ। বিজ্ঞপ্তি