জুয়া খেলার সামগ্রীসহ আটক ১১ জুয়াড়ি কারাগারে
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ৮:০৬:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ ১১ জুয়াড়িকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো- মো: আলী (২৩), রুবেল মিয়া (২৮), নয়ন মিয়া (৩০), মো: রমিজ (১৯), জাবেদ মিয়া (৪৮), মো: সুজায়েল মিয়া (৩৫), মো: সুরুজ আলী (৪৫), কাউছার মিয়া (৩৪), মো: শূয়াইবুর রহমান (৩১), মো: জুবায়ের (২১), মো: মুক্তার হোসেন শেখ (৫০)।
এর আগে সোমবার বিকেলে নগরীর তালতলাস্থ নন্দিতা সিনেমা হলের পার্শ্বে চন্দ্রিকা মাকের্টে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। এ সময় তাদের হেফাজাতে থাকা জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ জব্দ করা হয়। এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে এসএমপি’র কোতোয়ালী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।