গোয়াইনঘাটে ভারতীয় মাদক চালান জব্দ
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ৮:১০:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। তবে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। অভিযানে টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
ঘটনাটি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রামে এ অভিযান চালায় থানা পুলিশ। এ সময় ৭৫ বোতল ভারতীয় মেকডুয়েল মদ উদ্ধার করলেও জড়িত মাদক কারবারি পালিয়ে যায়। এ ঘটনায় পলাতক উপরগ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মো: জামিলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।