চলতি মওসুমে ডেঙ্গুতে ৭ চিকিৎসকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ৯:২৯:০৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : চলতি মওসুমে ডেঙ্গুজ¦রে মারা গেছেন ৭জন চিকিৎসক। এরমধ্যে সোমবার মারা যান রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ৫১তম ব্যাচের শিক্ষার্থী দীপান্বিতা বিশ্বাস (২০)। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ৭ জন চিকিৎসক।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দীপান্বিতার মৃত্যু হয়।
এর আগে গত ২৩ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক তরুণ চিকিৎসক বায়েজিদ আহমেদ। তিনি ওই হাসপাতালে কর্মরত ছিলেন। ডা. বায়েজিদ আহমেদ ছিলেন সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী। তিনি ডেঙ্গু হেমোরেজিক শক সিনড্রোমে আক্রান্ত হয়েছিলেন।
ডেঙ্গুতে মারা যাওয়া অপর পাঁচ চিকিৎসক হলেন- শরীফা বিনতে আজিজ, আলমিনা দেওয়ান মিশু, এম আরিফুর রহমান, সৈয়দা সাদিয়া ইয়াসমিন রাইসা এবং ফাতেমা-তুজ-জোহরা রওনক।