শাল্লায় ভিজিডির সঞ্চয় ফেরতের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৩, ৫:৩৮:৫৫ অপরাহ্ন
শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুবিধাভোগীদের ভিজিডি কার্ডের সঞ্চয়ের টাকা এখনো ফেরত না পাওয়ায় মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বুধবার বিকেলে বাহাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করেন তারা।জানা যায় ২০২১-২২ অর্থ বছরের ওই ইউনিয়নের ভিজিডি নামধারী ৭৮ জনের ২ বছরের সঞ্চয় জনপ্রতি ৪ হাজার ৮০০ টাকা করে মোট ৩ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা এখনো ফেরত দেওয়া হয়নি। এর আগে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগও করেছিলেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে ঝুমা রাণী দাসের স্বামী রুবেল চৌধুরীর সভাপতিত্বে বক্তারা অভিযোগ করেন সাবেক চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরীর বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ বিধান চন্দ্র চৌধুরী তাদের টাকা দিচ্ছেন না। ভুক্তভোগীরা বলেন, আমরা ভিজিডি সঞ্চয়ের টাকা বাহাড়া ইউনিয়নের তৎকালীন সচিব বিপ্লব ও চেয়ারম্যানের কাছে জমা দিয়েছিলাম কিন্তু সেই টাকা আমাদের সাথের অনেকেই পেলেও আমরা ৫নং ওয়ার্ডের ভিজিডি সুবিধাভোগীরা এখনো টাকা পাইনি।