সিলেটে দুই উপজেলা থেকে গ্রেফতার ২০
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪২:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দুই উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২০ জন গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দু’জন মোটরসাইকেল চোরাচালান চক্রের সদস্য ও অপর ১৮ জন জুয়াড়ি। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারি পুলিশ সুপার মো: সম্রাট তালুকদার।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- মঙ্গলবার রাত ১০টায় সিলেটের কানাইঘাট বাজারে অভিযান চালিয়ে দুই মোটরসাইকেল চোরাকারবারিকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৯৮ হাজার টাকা দামের ১৫০ সিসি একটি সুজুকি জিক্সার এবং ১ লাখ ৮০ হাজার টাকা দামের একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। দুটি গাড়িই ভারত থেকে অবৈধ পন্থায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত রিয়াজ মিয়া (৩০) ও আলী হোসেন (২৬) কানাইঘাট উপজেলার ডালাইর চর গ্রামের আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়ের করে পুলিশ। বুধবার তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
অপরদিকে, গোলাপগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ১৮ জন জুয়াড়িকে গ্রেফতার করে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার ৩০৫ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত ৬ বান্ডিল তাস ও ৯টি মোবাইল জব্দ করা হয়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার উত্তরবাজার এলাকায় ও রাত আড়াইটায় উপজেলার নুরজাহানপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো- উপজেলার স্বরসতী গ্রামের মৃত আনফর আলীর ছেলে আলী হোসেন (৪১), মৃত নজির আলীর ছেলে দুলাল আহমদ (২৮), মৃত জুলু মিয়ার ছেলে সাকেল উরফে লাদেন (২২), মৃত হাসান আলীর ছেলে আলীম উদ্দিন (৪৫), একই উপজেলার লালনগর বাঘা গ্রামের বাতির আলীর ছেলে বাবলু মিয়া (৩৫), মৃত নসির উদ্দিনের ছেলে জুমন আহমদ (২৫), মৃত খালিক মিয়ার ছেলে মো: নুরুল ইসলাম (৫০), মৃত তরিক উল্লাহ’র ছেলে আজিম উদ্দিন বিরু (৩৪), আসাব আলীর ছেলে রশিদ আহমদ (৩৫), নুরজাহানপুরের জাফর আলীর ছেলে রকিব মিয়া (২৮), পানিয়াগা গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে জায়েদুর রহমান (৪৫), মৃত খোকন মিয়ার ছেলে নূর মিয়া (৪৫), মৃত সুরুজ আলীর ছেলে মাহতাব উদ্দিন মাতাব (৫৩), মৃত রজব আলীর ছেলে স্বপন আহমদ (৩৭), ইসলামপুর গ্রামের মিজান মিয়ার ছেলে রুবেল আহমদ (২৬), মৃত আবুল কাশেমের ছেলে রশিদ মিয়া (৩০), মৃত আব্দুল ছোবহানের ছেলে হবি আলম (৩৫), কাদিপুর গ্রামের মৃত কদুমনি বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস (৩২)। এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বুধবার আদালতে প্রেরণ করা হয়।