যুক্তরাজ্য গমণে আরাফাতকে শ্রমিক কল্যাণের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬:১৭:১৫ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরের আওতাধিন কোতোয়ালী থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আরাফাত আহমদের যুক্তরাজ্য গমণ উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার রাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন বাদলের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মানিক খানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সভাপতি রফিকুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, শ্রমিক নেতা তুষার আহমদ, ইয়াসিন আহমদ ও মাহবুব আহমদ হাওলাদার প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিটি স্তরের নেতাকর্মীর নৈতিকতাসম্পন্ন ঐক্যবদ্ধ শ্রমিকদের প্লাটফরম। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ^জুড়েই শ্রমিকরা নানাভাবে লাঞ্ছিত। তাই নিজ নিজ অবস্থান থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভুমিকা পালন করতে হবে। বিজ্ঞপ্তি