রোটারি ক্লাব পাইওনিয়ারের গভর্নর ভিজিট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬:১৮:০৭ অপরাহ্ন
রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্নর ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান বলেছেন, মানবতার কল্যাণে কাজ করাই রোটারির মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে যে সকল প্রজেক্ট গ্রহণ করা হয় তা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় সে দিকে সকালের দৃষ্টি রাখতে হবে।
বুধবার নগরের একটি অভিজাত হোটেলে ডিস্ট্রিক্ট গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার’র প্রেসিডেন্ট রোটারিয়ান মকসুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান সালেহ আহমদ এর পরিচালনায় ক্লাব ভিজিট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া এডভাইজার পিপি হানিফ মোহাম্মদ, এরিয়া ডিরেক্টর পিপি এ কে এম শামসুল হক দীপু, জোনাল কোর্ডিনেটর (সুরমা জোন) পিপি কাউছার হোসেন শাহিন, পিয়াইন জোনের জোনাল কোর্ডিনেটর পি পি আমিরুল ইসলাম, জোনাল সেক্রেটারি পিপি হাসান কবির চৌধুরী, এসিস্টেন্ট গভর্নর পিপি সাদ উদ্দিন, এডিশনাল জোনাল সেক্রেটারি আইপিপি মওদুদ আহমদ, ডেপুটি গভর্নর সিপি মোহাম্মদ আব্দুস সালাম, ডিস্ট্রিক্ট ডেপুটি সেক্রেটারি পিপি মাহবুব ইকবাল মুন্না।
উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব জালালাবাদ এর প্রেসিডেন্ট আক্তার বাছিত, রোটারি ক্লাব অব ক্বীনব্রিজের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম, হিলটাউন প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, সিলেট গ্রীণ প্রেসিডেন্ট শান্তি রানী সিনহা, গ্রিনসিটি প্রেসিডেন্ট আলমগীর হোসেন, সিলেট সিটি প্রেসিডেন্ট এস এ শফি। বিজ্ঞপ্তি