মৌলভীবাজারে সাংবাদিক কর্মশালা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৩, ৯:১৯:৫৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ৩ দিন ব্যাপী সাংবাদিক কর্মশালা সম্পন্ন হয়েছে। নিউজ নেটওয়ার্ক ও ইন্টারনিউজের আয়োজনে ও ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় ‘ইলেকশন রিপোর্টিং’ বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার শহরের একটি হোটেল হলরুমে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান। পরে অংশগ্রহণকারী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ২০ জন সাংবাদিককে সনদ প্রদান করা হয়। এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী মুক্তিযোদ্ধা শহিদুজ্জামান, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম স্পেশালিস্ট রেজাউল করিম, ট্রেনিং কো-অর্ডিনেটর জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ, ৭১ টিভির সিনিয়র সাংবাদিক ফারহানা রহমান, ইন্টারনিউজের বাংলাদেশ প্রোগ্রাম কর্মকর্তা শাখাওয়াত হোসেন, অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ও যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ, ট্রেইনার নজরুল ইসলাম মুহিব।