ওসমানীনগরে ছিনতাইয়ের অভিযোগে ২ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৩, ৯:২১:৫৩ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ অভিযানকালে ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলো, সিলেটের বালাগঞ্জ উপজেলার ভুরভুরি গ্রামের আব্দুল হামিদ এর ছেলে দয়াল মিয়া (৩৬) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার চাপরতলা গ্রামের মাজু মিয়ার ছেলে ইকবাল হোসেন (৩৩)।
জানা যায়, গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় দয়াল, ইকবাল ও শামীম মিলে অটোরিকশা চালক শামীম হোসেন (২৪) কে ১২০ টাকা ভাড়ায় কাশিকাপন বাজারে যাওয়ার কথা বলে রিকশায় উঠেন। ফকিরপাড়া রাস্তায় পৌঁছালে রিকশা চালকের হাত পা বেঁধে তাকে জঙ্গলে ফেলে তারা রিকশাটি ছিনিয়ে নেয়। ঐদিনই ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ গত ২০ সেপ্টেম্বর আসামিদের গ্রেফতার করে।
ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ মাসুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।