কুলাউড়ায় ডাকাত সর্দার এমরান গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৩, ৯:২৭:১৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে পলাতক ডাকাত সর্দার ইমরান হোসেন ওরফে এমরানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এমরান উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের কুটি মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক জানান, এমরান প্রায় ১০ বছর যাবত পালিয়ে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার জেলাসহ বিভিন্ন এলাকায় অবস্থান করছিলো। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে কক্সবাজার জেলার রামু থানাধীন চাইন্দা ছরারকুল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার ইমরান হোসেন ওরফে এমরানকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, গ্রেপ্তার এমরানের বিরুদ্ধে ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলাসহ মোট ৮টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিলো।