রোটারি ক্লাব সিলেট সাউথ এর দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা সহায়তা
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৩, ৬:৫৯:৩৩ অপরাহ্ন
রোটারি ইন্টারন্যাশনাল ৩২৮২ ডিষ্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো: মতিউর রহমান বলেছেন, দৃষ্টি প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়, তারা সমাজেরই অংশ। গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমধিকার রয়েছে।রোটারি ইন্টারন্যাশনাল এর সাক্ষরতা মাস উপলক্ষে রোটারি ক্লাব অব সিলেট সাউথ এর উদ্যোগে গ্রীণ ডিস্এ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)এর শিক্ষার্থীদের হাতে ব্রেইল পেপার এর অর্থ প্রদানের সময় তিনি একথা বলেন।
বুধবার রাতে ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার জাবেদ এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটারিয়ান দিপক চক্রবর্ত্রীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এরিয়া ডাইরেক্টর একে এম শামসুল হক দিপু, এসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান আব্দুল জলিল মল্লিক, পিপি রোটারিয়ান মতিউর রহমান মতি, পিপি রোটারিয়ান আব্দুল মালিক সুজন, পিপি রোটারিয়ান এডভোকেট দিপক রঞ্চন দত্ত, পিপি রোটারিয়ান ক্ষমাকান্ত চক্রবর্তী, পিপি রোটারিয়ান জুবায়ের আহমদ জাবের, পিপি রোটারিয়ান দেবাশীষ চক্রবর্তী, পিপি রোটারিয়ান আবদুল মুহিত দিদার, পিপি রোটারিয়ান জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান হাফেজ কামরুল ইসলাম, রোটারিয়ান আদনান আহমদ, রোটারিয়ান অমিত দাস গ্রীন ডিস্এ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বাইজিদ খানসহ জিডিএফ এর শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি