জাতীয় ছাত্রদলের ৬২-তম মহান শিক্ষা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৬:৪৩:৪৪ অপরাহ্ন
গত ২২ সেপ্টেম্বর ৬২ তম মহান শিক্ষা দিবস উপলক্ষ্যে জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির উদ্যোগে বিকেল ৫ ঘটিকায় সুরমা মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ (শান্ত)-এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক সায়মন কবির (বন্ধন)-এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক শাহীন আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, সাংগঠনিক সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির সদস্য সৃজণ, রূদয় আহমদ, আকাশ আহমদ (বিজয়) সহ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর এ দেশের ছাত্র-গণ-আন্দোলনের এক চিরস্মরণীয় দিন। তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান সরকারের আমলে শরীফ কমিশন এক শিক্ষানীতি প্রণয়ন করে। সে প্রস্তাবনায় বলা হয় ‘যার বাবার শিক্ষা আছে সেই শুধু শিক্ষা গ্রহণ করিতে পারবে’। শিক্ষা সম্পর্কে জনসাধারণের চিরাচরিত ধারণা অবশ্যই বদলাতে হবে। এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে এদেশের ছাত্ররা তীব্র অন্দোলন গড়ে তোলে। আন্দোলনের ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর সারাদেশে হরতাল আহবান করা হয় এবং এর সাথে একাত্মতা প্রকাশ করে পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ সর্বস্তরের মানুষ। ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় বের হয় ছাত্র-জনতার বিরাট মিছিল। মিছিল যখন হাইকোর্ট পার হয়ে আবদুল গণি রোডে প্রবেশ করে তখন পুলিশ গুলিবর্ষণ করে। রাস্তায় লুটিয়ে পড়েন বাবুল, মোস্তফা ও ওয়াজিউল্লাহ। বিজ্ঞপ্তি